আলাউদ্দিন সিকদার:
পবিত্র ঈদুল আযহাকে ঘিরে ০৫ নং পালংখালী ইউনিয়নের অন্যতম সামাজিক সংগঠন আলোকিত সমাজ থাইংখালী’র উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও ঈদ পূনর্মিলনী’২০ সম্পন্ন হয়েছে।
রবিবার (২ আগস্ট) ঈদের দ্বিতীয় দিনে বিকেল ৪ ঘটিকায় থাইংখালী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এলাকার শিক্ষিত সমাজের একটি বড় অংশকে নিয়ে আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
উক্ত ঐতিহাসিক ম্যাচে একদিকে আলোকিত সমাজ থাইংখালী’র এসএসসি ব্যাচ ২০১০ পূর্ববর্তী ও অপর দিকে এসএসসি ব্যাচ ২০১০ পরবর্তী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খেলায় ফুল টাইমে (০২-০২) গোলে ড্র হয়।
উক্ত খেলায় আলোকিত সমাজ থাইংখালীর সকল সদস্যগণ ও উপদেষ্টা মন্ডলী উপস্থিত ছিলেন।
সার্বিক পরিচালনায় মাঃ নূরুল বশর (উপদেষ্টা,
আলোকিত সমাজ থাইংখালী) ও সার্বিক সহযোগিতায় ছিলেন এডভোকেট আব্দুল মালেক (সত্বাধিকারী, এইচ, এস কর্পোরেশন)।
ম্যাচ পরিচালনা করেন কক্সবাজার জেলা রেফারি এসোসিয়েশনের সম্মানিত সদস্য আবুল বশর ইমন, শহিদুল ইসলাম সোহেল ও জয়নাল আবেদীন।
Leave a Reply