নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়া উপজেলার বৃহত্তর অটোরিক্সা সিএনজি ও টেম্পু পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উখিয়া উপজেলার প্রায় ১২০০ শত অত্র সংগঠনের কার্ড ধারী শ্রমিকদের মাঝে লুঙ্গি ও শার্ট পিস বিতরণ করা হয়েছে।
আজ (১৯মে) মঙ্গলবার দুপুরে উখিয়াস্হ অফিসে এসব ঈদ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী টিকাদার অত্র সংগঠনের সভাপতি মোক্তার আহমদ চৌধুরী,
সাবেক ছাত্রলীগ নেতা ও যুবলীগ উখিয়া উপজেলা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক উক্ত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ আমিন শাকিল,সহ-সভাপতি ছৈয়দ হোছন,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান, অর্থ সম্পাদক আমির হোসেন ফাতে,সদস্য গণমাধ্যমকর্মী এইচ.কে রফিক উদ্দিন,ছৈয়দ বলি,লাইনসম্যান আক্তার কামাল, বদি আলম ,নুর কবির,শ্রমিক নেতা আজাদ প্রমুখ।
উল্লেখ্য প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বৎসর রমজানে ঈদের প্রাক্কালে শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করে আসছে উখিয়ার অটোরিকশা, সিএনজি ও টেম্পু পরিবহন শ্রমিক ইউনিয়ন।
Leave a Reply