✍ইঞ্জিনিয়ার আরিফ সিকদার বাপ্পি
প্রিয় উখিয়ার কলম সৈনিক সাংবাদিক বৃন্দ পবিত্র রমজান মাসের শুভেচছা।
সিয়াম সাধনার এই পবিত্র রমজান মাসে নিশ্চয় সকলে ভালো আছেন যদিও মহামারী করোনা আতঙ্কে আতঙ্কিত আমাদের প্রিয় মাতৃভূমি “উখিয়া”।
হঠাৎ উখিয়া সংবাদকর্মীদের নিয়ে কিছু লিখার মনস্ক নিয়েই আশা। যদিও আমরা সকলেই এখনো একত্বতা হতে পারিনি!
আমরা সাংবাদিক কিংবা সংবাদকর্মী পরিচয় দিয়ে উখিয়া তথা কক্সবাজারের সকল তথ্যের ভিত্তিতে সাধারণ মানুষকে নিউজের মাধ্যমে, তথ্যাদি পৌঁছে দিতে সারাক্ষণ অনলাইনে ব্যস্হ থাকি। আমরা এমনি পেশার পরিচয় বহন করি যা কি না জাতির দর্পন।
মানুষ, সমাজ, সমাজের অবহেলিত জনগোষ্ঠী, কিংবা রাজনৈতিক অঙ্গনে সকল ক্ষেএে আমাদের পেশার (সাংবাদিকদের) বিচরণ ঘটে। আমাদের লুকিয়ে থাকা মেধার বিকাশ ঘটিয়ে, প্রত্যেক বিষয়ের বিষদ বিবরণের মাধ্যমে জাতির কাছে উপস্থাপন করে থাকে আমাদেরেই কেউ না কেউ। তাই আমি মনেকরি জাতির সূর্য সন্তান হিসেবে আমরাই গর্ব করতে পারি। আমরাই দেখিয়ে দিতে পারি কারো না কারো কর্মের সুফলা ও কুফল।
উখিয়ায় স্বপ্ন দেখেছিলাম নবীণ প্রবীণ একি কাতারে এসে ” উখিয়া অনলাইন প্রেস ক্লাব” নামে সাংবাদিকদের একটা সংগঠনের। যানি না এর কার্যক্রম কতদূর এগিয়ে?
তবে আজ আমরা কিংবা আমাদের অন্তর্ভুক্ত কেউ না কেউ লাঞ্চিত নির্যাতিত আঘাত প্রাপ্ত। এটা আমাদের কাম্য নয়। প্রতিদিন উখিয়ায় কোন না কোন কলম সৈনিক (সাংবাদিক) কারো না কারো মাধ্যমে নির্যাতিত? আমরা কেমন কলম সৈনিক? আমাদের কি জীবনের নিরাপত্তা বলতে কিছুই নেই?
কোন সত্য তথ্য বহুল আলোচিত নিউজ করতে গেলেই, রাজনৈতিক রোষানলে পড়তে হয় কেন? আমাদের কি সত্য প্রকাশে স্বাধীনতা নেই? হাজারো প্রশ্ন চলে আসে। তবে সব প্রশ্নের কবর রচনা করতে হয় আমাদের বর্তমান পরিস্থিতির কারণে।
আমরা কি ঐক্য নামের শব্দটির সাথে লুকোচুরি খেলেই যাব? না জাতি কিংবা উখিয়ার সাংবাদিক পেশাকে আরো আলোকিত করার প্লাটফর্ম তৈরী করতে চিন্তা করবো?
আজ হয়তো পূর্ব শত্তুতার জের ধরে আমাদের একজন আহত হয়েছেন স্নেহের অনুজ শরিফ আজাদের সুস্থতা কামতা করছি, সেই সাথে আপনাদের আহবান করবো – আমরা কলম সৈনিক হিসেবে শরিফ আজাদের পাশে দাড়ায়।
আন্দোলন কিংবা আইনের আওতায় আনতে সহযোগিতা করি।
আজ হয়তো শরিফ আজাদ আহত, কাল আপনিও এমন পরিস্থিতির সম্মুখীন হবেন, আপনার নিরাপত্তা স্বার্থে আজই আসুন এক হয় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যায়।
শুভেচ্ছান্তে,
ইন্জিনিয়ার আরিফ সিকদার বাপ্পী্
সহকারী প্রকৌশলী – দুবাই সিটি কর্পোরেশন – সংযুক্ত আরব আমিরাত।
সম্পাদক ও প্রকাশক
উখিয়া নিউজ টুডে।
Leave a Reply