চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আজ রবিবার (১২ জুলাই) সকালে সাড়ে ১০ দিকে এ ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের ১৫ জন আহত হয়েছে বলে দাবি তাদের।
দু’গ্রুপের মধ্যে একটি পক্ষ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জম নাছির উদ্দীনের অনুসারী অপরপক্ষ স্থানীয় সংসদ সদস্য শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূইয়া। তিনি পূর্বকোণকে বলেন, ‘ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে৷’
পূর্বকোণ
Leave a Reply