মহামারী করোনার নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। দুই দফা রিমান্ড শেষে গতকাল দুপুরের দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে সাবরিনাকে হাজির করা হয়। তাকে রাখা হয় আদালতের হাজতখানায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশর পরিদর্শক লিয়াকত আলী মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার ও সাবরিনার আইনজীবী জামিনের আবেদন দাখিল করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে, ডা. সাবরিনার দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমে দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিআইএফইউ) ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটসহ চার প্রতিষ্ঠানের কাছে নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে গত রবিবার।
গত শুক্রবার তেজগাঁও থানার প্রতারণা মামলায় দ্বিতীয় দফায় তাকে পাঁচদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারআগে গত ১৩ জুলাই সাবরিনাকে প্রথম দফায় তিনদিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। ১২ জুলাই দুপুরে সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে করোনা নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট ডেলিভারি দেয়ার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।
পূর্বকোণ
Leave a Reply