টানা সরকারি ছুটির মধ্যেও জরুরি প্রয়োজনে চালু রাখা হয়েছে চট্টগ্রাম বন্দর। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি মাথায় নিয়ে কাজ করছে শ্রমিকরা। আর কর্মরত শ্রমিকদের প্রণোদনা দিচ্ছেন টার্মিনাল অপারেটররা।
সরকারি বন্ধের মাঝেও ভোগ্য পণ্য, ঔষধ এবং চিকিৎসা সামগ্রীর পাশাপাশি ভারী শিল্পের কাঁচামাল খালাসে চালু রাখা হয়েছে চট্টগ্রাম বন্দর। দেশের এই জরুরী মুহুর্তে পুরোদমে চালু রয়েছে চট্টগ্রাম বন্দর। যেখানে কর্মরত রয়েছেন হাজার হাজার শ্রমিক। কর্মরত শ্রমিকদের প্রণোদনা দিচ্ছেন টার্মিনাল অপারেটররা। তারমধ্যে অন্যতম সাইফ পাওয়ার টেক। দূরত্ব বজায় বেশি শ্রমিককে দেয়া হয়েছে ১০ দিনের খাদ্য সহায়তা।
সকালে বন্দরের সিসিটি ইয়াডে্ সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রমিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ার টেক।
চট্টগ্রাম বন্দর সাইফ পাওয়ার টেক সিনিয়র ম্যানেজার রেজাউল বলেন যারা দিন আনে দিন খাই তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকে কোম্পানী তাদের সহায়তা করছে।’
চট্টগ্রাম জেলা প্রশাসন নিবাহী ম্যাজিষ্টেট সুজন রায় জানান, চট্টগ্রামে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। তারপরেও সচেতন হচ্ছে না নগরবাসী। সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালত কাজ করলেও তাদের চরম বেগ পেতে হচ্ছে।
দিনভর সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের ১০টি টিম একযোগে নগরীতে টহল দিয়েছে।
©somoynewstv
Leave a Reply