আলাউদ্দিন সিকদার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের সারাদেশে ‘অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়া কর্মসূচি’তে উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম আজাদের নেতৃত্বে ‘কৃষক বাঁচাও বাঁচবে দেশ’ এই স্লোগানে পালংখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের এক হতদরিদ্র বিধবা মহিলার দেড় বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
করোনার লকডাউনে শ্রমিক সংকটে পড়ে ৯ ওয়ার্ডের হতদরিদ্র বিধবা মহিলা দীর্ঘদিন ধরে হতাশা ও দূশ্চিন্তায় ভোগছিলেন। বুধবার ভোর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা তার ধান কেটে বাড়িতে পৌছে দেয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ ৯ ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি খাইরুল বশর, সম্পাদক মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন, সাদ বিন মুজিব, মুজিবুর রহমান সহ আরও অনেকেই।
তাদের এই কৃতিত্বের জন্য সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে জেলা, উপজেলার নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Leave a Reply