আলাউদ্দিন সিকদার:
উখিয়া উপজেলার ০৫ নং পালংখালী ইউনিয়ন পরিষদের আপদকালীন তহবিল থেকে অত্র ইউনিয়নের গরীব-অসহায় ১৫০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১ ঘটিকার সময় কর্মহীন মানুষের মাঝে ১ কেজি পেঁয়াজ, ১ কেজি সয়াবিন তেল ও ২ কেজি আলু বিতরণ করা হয়।
উল্লেখ্য, একই সময়ে সরকার কতৃক বরাদ্দকৃত ঐ ১৫০ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন ০৫ নং পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, প্যানেল চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ, ইউপি সচিব আবু সুফিয়ান, ইউপি উদ্যোগক্তা ও ইউপি গ্রাম পুলিশ।
০৫ নং পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন,”ইউনিয়নের হতদরিদ্র মানুষের কথা মাথায় রেখে এই মহা সংকটকালে ইউনিয়নের তহবিল থেকে সাহায্যের হাত বাড়িয়ে কতৃপক্ষ তাদের পাশে দাঁড়িয়েছে।”
Leave a Reply