বাংলাদেশের খুনের আসামি মাসুম ভারতে পালিয়ে গিয়েও নিস্তার পেলেন না। শনিবার দিল্লির স্পেশাল টাস্ক ফোর্স তাকে গ্রেপ্তার করেছে ।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টিভি জানায়, মাসুম বাগেরহাটের মধ্য নলবুনিয়া বাজার নামের একটি এলাকার মোবাইল দোকান থেকে অপহরণ করে জাহিদুল ইসলাম নামের একজনকে খুন করেন। সহযোগীদের নিয়ে নৃশংসভাবে মেরে নলবুনিয়ার একটি মাঠে ফেলে রাখেন জাহিদুলকে।পরের দিন জাহিদুলের লাশ পাওয়া যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় সব অভিযুক্তকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেছিল।
২০১৩ সালের শুনানিতে বাগেরহাটের বিচারক মাসুমকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। অন্য আসামিরা খালাস পেয়ে যান।
কিন্তু মাসুম পরে জামিন নিয়ে বের হয়ে ভারত পালিয়ে যান। আর কখনোই দেশে ঢোকেননি।
দিল্লি পুলিশ জানায়, বিভিন্ন দেশ থেকে পালিয়ে আসা অপরাধীদের ধরতে দিল্লিতে কয়েক মাস ধরেই এমন অভিযান চলছে।
সেই অভিযানে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাসুমকে কানপুর টি-পয়েন্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছে একটি পিস্তল পাওয়া যায়। তার নামে এফআইআর দায়ের হয়েছে।
Leave a Reply