নোয়াখালীর ভাসানচরে বসবাস শুরু করা রোহিঙ্গাদের কয়েকজন প্রতিনিধি জানিয়েছেন, তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের তুলনায় ভাসানচরে বসবাসে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করছেন। নিরাপত্তা ও স্বাস্থ্য সেবায় তারা সন্তুষ্ট।
মঙ্গলবার স্পেশাল ব্রাঞ্চ ঢাকার প্রধান অতিরিক্ত আইজি মীর শহীদুল ইসলাম এবং এপিবিএন এর অতিরিক্ত আইজি মোশারফ হোসেন ভাসানচর পরিদর্শনকালে সেখানে বাসবাসকারী রোহিঙ্গারা তাদের কাছে এমন মন্তব্য করেছেন।
এদিন দুই অতিরিক্ত আইজিপি ভাসানচরে বসবাসরত রোহিঙ্গা প্রতিনিধিসহ আরআরআরসি’র প্রতিনিধি ও আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেন করেন। সভায় ভাসানচরে নিয়োজিত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্বশীল ভূমিকা নিয়ে কাজ করাসহ আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
সভায় নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ভাসানচরের আইন শৃঙ্খখলা পরিস্থিতিসহ সামগ্রিক বিষয় তুলে ধরেন। পরে তারা ভাসানচরের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরির্দশন করেন। হাসপাতালের সেবা ও সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে আরো উন্নত করার পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন এপিবিএন-২ এর সিইও পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এবং এপিবিএন-৯ এর সিইও পুলিশ সুপার মাহবুবুর রহমান।
Leave a Reply