সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহত হয়েছেন। নিহত প্রবাসীর নাম আইয়ুব আলী (৪৮)। রবিবার (১৯ জুলাই) দেশটির স্থানীয় সময় দিবাগত আড়াইটার দিকে মদিনার ছুগুল পুদ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব চট্টগ্রামের সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য হারুন অর রশিদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রবিবার মদিনা মানোয়ার থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ইউনিট ভাড়া নিয়ে যাওয়ার পথে অন্য গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় আইয়ুব আলী গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত আড়াইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ মদিনার একটি হাসপাতালের মর্গে রাখা রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য হারুন অর রশিদ বলেন, নিহত আইয়ুব বিগত ১০-১২ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন। ব্যক্তিজীবনে তিনি ৩ ছেলের জনক।
Leave a Reply